• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের ইয়াবা আসছে ভারত সীমান্ত দিয়ে: চট্টগ্রামের ডিআইজি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৯, ১৮:২৭
ইয়াবা আসছে ভারত সীমান্ত দিয়ে
মিয়ানমারের ইয়াবা আসছে ভারত সীমান্ত দিয়ে

মিয়ানমারের বদলে এখন ভারতের সীমান্তবর্তী বিভিন্ন জেলা দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় উপ-মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ তথ্য জানান।

বিভাগের ১১ জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রামের হালিশহরের জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।

গোলাম ফারুক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বলিষ্ঠ ভূমিকার কারণে এখন কক্সবাজার দিয়ে ইয়াবার প্রবেশ অনেকটাই কমে গেছে। মাদক ব্যবসায়ীরা এখন মিয়ানমার থেকে ভারতে নিয়ে যাওয়ার পর তা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর ও জয়পুরহাটসহ বিভিন্ন সীমান্তবর্তী জেলা দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে।

-----------------------------------------------------------------
আরো পড়ুন: শীতলক্ষ্যা তীরের ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
-----------------------------------------------------------------

সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, জেলার এসপিদের সবাইকে সতর্ক থাকতে হবে। জঙ্গির বিরুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, মাদকের বিরুদ্ধে যুদ্ধেও অচিরেই জয়ী হতে পারব।

অনুষ্ঠানে পেশাগত কৃতিত্বের জন্য ১১ জন কর্মকর্তা ও দলকে পুরস্কৃত করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
X
Fresh