• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভারের ট্যানারিগুলো (ভিডিও)

সাভার প্রতিনিধি

  ২০ আগস্ট ২০১৯, ১৩:২৯

সাভারে হেমায়েতপুরের হরিণধারায় বিসিক চামড়া শিল্পনগরীর ট্যানারি মালিকরা কিনতে শুরু করেছেন কাঁচা চামড়া।

দেশের বিভিন্ন স্থান থেকে ক্রয়কৃত এসব চামড়াবোঝাই ট্রাক আসতে শুরু করেছে সাভারের চামড়া শিল্প নগরীতে।

মঙ্গলবার সকালে বিসিক চামড়া শিল্পনগরী ঘুরে দেখা যায় এখানকার ট্যানারি ও লেদার কারখানাগুলোতে ট্রাক থেকে নামানো হচ্ছে কাঁচা চামড়া।

এদিকে ট্যানারিতে নতুন চামড়া আসায় কর্মচঞ্চল হয়ে উঠেছে ট্যানারির কাজের পরিবেশ। বেশ কদিন ধরে কর্মরত শ্রমিকরা বসে কাটালেও অবশেষে মালিকরা চামড়া কেনা শুরু করায় কাজের চাহিদা বেড়েছে ট্যানারিগুলোতে। কাজের এমন পরিবেশ ফেরায় খুশি কর্মরত শ্রমিকেরা।

ট্যানারির মালিক ও ট্যানারিতে কর্মরত কর্মচারীদের সঙ্গে আলাপকালে তারা জানান, গেল রোববার রাতে মন্ত্রণালয়ে সরকার, ট্যানারি মালিক, আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ত্রিপক্ষীয় বৈঠকের পর থেকে সরকারি নির্ধারিত মূল্যে তারা চামড়া কিনছেন।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মূল্যে তারা চামড়া কেনা শুরু করেছেন। তবে বিদেশি বায়ার, বিশেষ করে ইউরোপিয়ান বায়াররা চামড়া না কেনায় তাদের কাছে গতবছরের চামড়া রয়ে গেছে। তাছাড়া তাদের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় আড়তদারদের দেনা পরিশোধ এবং নতুন চামড়া ক্রয় করায় বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে চামড়ার দাম কম হলেও ক্যামিকেল ও লবণের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণের মন্তব্য
নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় শোকাচ্ছন্ন পরিবেশে : রিজভী
এক চার্জে ১২০০ কিলোমিটার, দাম শুরু ৩.৪৭ লাখ থেকে
বাংলাদেশি ভাইবোনদের অবদান কখনও ভুলবো না : ফিলিস্তিনের রাষ্ট্রদূত
X
Fresh