• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দস্যুতা ছেড়ে সুস্থ জীবনে ফিরলে সবরকম সুবিধা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০১৭, ১৩:২১

দস্যুতা ছেড়ে সুস্থ জীবনে ফিরলে সবরকম সুযোগ-সুবিধা দেয়া হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার পটুয়াখালীর কুয়াকাটায় জলদস্যু নোয়া বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে মন্ত্রীর এমন ঘোষণায় সুন্দরবনের ১১ দস্যু বাহিনীর মধ্যে ৮ বাহিনী অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরে।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন সুন্দরবনের ত্রাস নোয়া বাহিনীর ১২ সদস্য।

তারা হলেন-বাহিনী প্রধান মো. বাকিবিল্লাহ, আল আমিন, জাহাঙ্গীর, কবির শেখ, ইউনুসসহ বাহিনীর ১২ সদস্য।

জলদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫ অস্ত্র ও ১ হাজারের বেশি গুলি জমা দেন।

এর আগে বিভিন্ন সময় ৭ দলের ৬০ দস্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। তাদের অনেকেই আদালত থেকে জামিনে বের হয়ে পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। শনিবার আত্মসমর্পণ করা দস্যুবাহিনী সদস্যদের র‌্যাবের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh