logo
  • ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০, ১৭ চৈত্র ১৪২৬

হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি
|  ২০ আগস্ট ২০১৯, ১৩:১২ | আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৩:৩৬
পেঁয়াজ, হিলি, আমদানি
হিলিতে হঠাৎ করে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে প্রকারভেদে আট থেকে ১০ টাকা কেজি দরে বেড়ে বন্দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা। যে পেঁয়াজ ঈদের আগে বিক্রি হয়েছে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে।

পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে বন্দরের ব্যবসায়ীরা বলছেন, ভারতের বিভিন্ন রাজ্যে বন্যার কারণে পেঁয়াজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। আর এতে করে পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে এবং বন্দরে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সেইসঙ্গে আমদানিও কমিয়ে দিয়েছে তারা।

তবে বন্দরে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকাররা।

হিলি স্থলবন্দরের হিসেব মতে, বন্দরের প্রথম দুই কর্ম দিবসে ভারতীয় ৪২ ট্রাকে এক হাজার ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯ ১৯
বিশ্ব ৭৫৫৫৯১ ১৫৮৫২৭ ৩৬২১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়