• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাভারের ট্যানারিতে যাচ্ছে কুরবানির চামড়া

সাভার প্রতিনিধি

  ১৯ আগস্ট ২০১৯, ১৪:৫৭
চামড়া, শিল্পনগরী, সাভার
ছবি: সংগৃহীত

মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর সাভারের হরিণধরার বিসিক চামড়া শিল্পনগরীতে আসতে শুরু করেছে ট্রাকবোঝাই কুরবানির গরুর চামড়া।

সোমবার সকালে বেশ কয়েকটি ট্যানারি কারখানায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এ সময় ট্যানারির মালিক ও ট্যানারিতে কর্মরত কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে সরকার, ট্যানারি মালিক ও আড়তদারদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। এরপর থেকেই সরকার নির্ধারিত মূল্যে চামড়া কেনাবেচা শুরু হয়েছে। তাদের কেনা সেই চামড়াই ট্যানারিতে আসছে।

আরও জানা যায়, চামড়ার দাম কম হলেও ক্যামিকেল ও লবণের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিল্পনগরীর সিইটিপি কমপ্লিট হয়েছে এমন কথা বলা হলেও বাস্তবিক তা হয়নি। সেইসঙ্গে বর্জ্য ডাম্পিং জোনও পুরোপুরি কমপ্লিট হয়নি।