• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাভারের ট্যানারিতে যাচ্ছে কুরবানির চামড়া

সাভার প্রতিনিধি

  ১৯ আগস্ট ২০১৯, ১৪:৫৭
চামড়া, শিল্পনগরী, সাভার
ছবি: সংগৃহীত

মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর সাভারের হরিণধরার বিসিক চামড়া শিল্পনগরীতে আসতে শুরু করেছে ট্রাকবোঝাই কুরবানির গরুর চামড়া।

সোমবার সকালে বেশ কয়েকটি ট্যানারি কারখানায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এ সময় ট্যানারির মালিক ও ট্যানারিতে কর্মরত কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে সরকার, ট্যানারি মালিক ও আড়তদারদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। এরপর থেকেই সরকার নির্ধারিত মূল্যে চামড়া কেনাবেচা শুরু হয়েছে। তাদের কেনা সেই চামড়াই ট্যানারিতে আসছে।

আরও জানা যায়, চামড়ার দাম কম হলেও ক্যামিকেল ও লবণের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিল্পনগরীর সিইটিপি কমপ্লিট হয়েছে এমন কথা বলা হলেও বাস্তবিক তা হয়নি। সেইসঙ্গে বর্জ্য ডাম্পিং জোনও পুরোপুরি কমপ্লিট হয়নি।

বিদেশি বায়ারদের দেওয়া শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারায় এবং ছাড়পত্র না পাওয়ায় বেশিরভাগ বায়ার মুখ ফিরিয়ে নেওয়ায় বিপাকে রয়েছেন চামড়া শিল্পের মালিকরা।

চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, কোনোভাবেই যেন এ দেশ থেকে কাঁচা চামড়া বিদেশে পাচার না হয়। বিদেশে চামড়া পাচার হলে হুমকির মধ্যে পড়বে এ শিল্প। কেননা কুরবানির সময় যে চামড়া পাওয়া যায় সেগুলোর গুণগত মান ভালো। এগুলো দিয়ে অন্তত সাত থেকে আট মাস চলতে পারেন তারা।

চামড়া শিল্পের উন্নয়নে সংশ্লিষ্টদের সচেতন এবং যত্নবান হওয়ার কথা বলেন সাধারণ শ্রমিকরা।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh