• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ আগস্ট ২০১৯, ১২:০৫

রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। রোববার দিনগত রাত ও সোমবার সকালেও খুলনা, ফরিদপুর ও ময়মনসিংহে তিনজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। সোমবার সকাল সাতটার দিকে তিনি মারা যান।

মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তার বাড়ি রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গেল ১৫ আগস্ট মিজানুর রহমান হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। এরপর আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হলো। তবে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এসএম কামাল বলেন, মিজানুর রহমান ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি থাকলেও শনিবার বাথরুমে গিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হন। সিটি স্ক্যানে দেখা যায় হেড ইনজুরিতেই তার মৃত্যু হয়।