logo
  • ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০, ৮ ফাল্গুন ১৪২৬

২৪ ঘণ্টায় ১৭০৬ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৮ আগস্ট ২০১৯, ১৩:১৪ | আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৫:৪০
সারা দেশে ডেঙ্গুর ভয়াবহতা এখন কাটেনি। প্রতি মুহূর্তে নতুন কোথাও ডেঙ্গু আক্রান্তের খবর শোনা যাচ্ছে। মৃতের সংখ্যাও বাড়ছে।

সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৭০৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এছাড়াও, দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭শ ছাড়িয়েছে। মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৬৫০ এ দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

অন্যদিকে, গতরাতে সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান মীম গত রাত ৮ টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও, হাসপাতালে ভর্তি আছেন ৪১৪ জন রোগী।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ফরিদপুর মেডিক্যালে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু
---------------------------------------------------------------------

এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ইউনুস শেখ নামে ঐ রোগীর মৃত্যু হয়।

সবকিছু মিলিয়ে দেশে ডেঙ্গু জ্বরের পরিস্থিতি এখনও ভয়াবহ।

জিএ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়