• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফরিদপুর মেডিক্যালে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ১৮ আগস্ট ২০১৯, ১০:৪১
ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু
ফরিদপুর মেডিক্যালে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে মৃত্যুবরণকারী ওই রোগীর নাম ইউনুস শেখ (৫৫)। ইউনুস শেখ রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আয়নাল শেখের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, ইউনুস শেখ গেল ১২ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। শনিবার সন্ধ্যার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি ।

ইউনুস শেখকে নিয়ে গতকাল শনিবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হলো।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ওই একই ওয়ার্ডে মাগুরা সদর উপজেলার চদপুর গ্রামের বাসিন্দা কৃষক মো. মিজানুর রহমানের ছেলে ও স্থানীয় সত্যজিৎপুর কলেজের মানবিক বিভাগে দ্বাদশ বর্ষের শিক্ষার্থী সুমন বাসার (২০) মারা যান।

এ নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
ডেঙ্গু ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ
X
Fresh