• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যানবাহনের চাপ বেড়েছে কাঁঠালবাড়ী ঘাটে

মাদারীপুর প্রতিনিধি

  ১৭ আগস্ট ২০১৯, ২১:১২
মাদারীপুর, যানবাহন, যাত্রী

মাদারীপুরের ফেরিঘাটে বিভিন্ন ধরনের যানবাহনের চাপ বেড়েছে। শনিবার দুপুরের দিকে গাড়ির চাপ না থাকলেও সময় যতো গড়িয়েছে পরিবহন, প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপ বেড়েছে।

সরজমিনে কাঁঠালবাড়ী ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কাঁঠালবাড়ী এক নম্বর ফেরিঘাটে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ রয়েছে। এছাড়াও দুই ও তিন নম্বর ফেরিঘাটে পারের অপেক্ষায় রয়েছে পরিবহনগুলো।

কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানায়, সকালে পরিবহনের কিছুটা চাপ ছিল। তবে বেলা ১১টা থেকে ফেরিঘাট পরিবহন শূন্য হয়ে পড়ে। বিকেল সাড়ে তিনটা থেকে আবারও পরিবহনের চাপ তৈরি হয় ঘাট এলাকায়। তবে ফেরি চলাচল অব্যাহত থাকায় ঘাটের সিরিয়ালে বেশিক্ষণ আটকে থাকতে হচ্ছে না পরিবহনগুলোর।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, বিকেলে থেকে ফেরিতে ব্যক্তিগত পরিবহনের চাপ বেড়েছে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাট এলাকায় কোনও দুর্ভোগ নেই।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
মোরেলগঞ্জে স্টিলব্রিজের সঙ্গে আটকে গেলো বাস, যাত্রীদের দুর্ভোগ 
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh