logo
  • ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২০, ২১ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯ এর মধ্যে রয়েছে দুই শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্কেই গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছেন, মোট মৃত্যু ২৩৭৩: গভর্নর অ্যান্ড্রু কুমো। ভারতে মোট ৬২ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ২৫৪৭ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৭৮ জন, তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ভারতে। শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই।

নালায় পাওয়া গেল ভ্যানচালকের মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি
|  ১৭ আগস্ট ২০১৯, ১৭:৩৩ | আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৮:২৫
মরদেহ, ভ্যানচালক, উদ্ধার
নিখোঁজের দুই পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার মহদিপুর ইউনিয়নের মহদিপুর গ্রামের একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার মিঞা। তিনি একই ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের নাছিম উদ্দিন গাছুর ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান মাসুদ জানান,  জব্বার মিঞা গেল বৃহস্পতিবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে মহদিপুর গ্রামের একটি নালায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আব্দুল জব্বারের অটোভ্যানটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে। 

আরও পড়ুন :

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৭০ ৩০
বিশ্ব ১১২৩০২৪ ২২৮০০৬ ৫৯১৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়