• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদ শেষে ঢাকামুখী যাত্রীরা, চাপ বেড়েছে ঘাটগুলোতে (ভিডিও)

আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৯, ১০:১৬

রাজবাড়ির দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ছে। তবে এই রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক থাকায় ভোগান্তি ছাড়াই নদী পাড় হচ্ছেন যাত্রীরা।

প্রতিবারের মতো এবারও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

এদিকে, কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে থেকে ফেরি, লঞ্চ, স্পিডবোটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। লাইন দাঁড়িয়ে টিকিট কেটে লঞ্চ ও স্পিডবোটে উঠছেন কর্মজীবী মানুষ।

প্রতিবারের মতো এবারও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। তবে বিআইডব্লিউটিসি ও লঞ্চ মালিক সমিতির দাবি সঠিক নিয়মেই কর্মস্থলমুখী যাত্রীদের পদ্মা নদী পার করা হচ্ছে।

এছাড়া যাত্রীসেবা নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিমও কাজ করছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল্লা রনি আরটিভি অনলাইনকে জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট বেশি ব্যবহার করেন। ঈদে যাত্রীসেবায় ১৮টি ফেরি, ২৪টি লঞ্চ ও স্পিডবোট রাখা হয়েছে। এছাড়া তিন শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সার্বক্ষণিক কাজ করছেন।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh