• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ আগস্ট ২০১৯, ১১:০১
ডেঙ্গু, জ্বর, চট্টগ্রাম

দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরের প্রকোপ কমে আসলেও চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের সবকটি জেলায় গতকাল বৃহস্পতিবার মোট ২১৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জানান, গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন হাসপাতালে আরও ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গেল ২৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সবকটি জেলায় (মহানগরসহ) মোট ২১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন ডেঙ্গু রোগী
---------------------------------------------------------------

তবে সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ৪৭ জনের রক্ত পরীক্ষা করা হলেও এর মধ্যে একজনের শরীরেও ডেঙ্গু ধরা পড়েনি বলে জানান চসিকের প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

সব মিলিয়ে জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় ৬৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
X
Fresh