• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন ডেঙ্গু রোগী

কুষ্টিয়া প্রতিনিধি

  ১৬ আগস্ট ২০১৯, ১০:৩৬
ডেঙ্গু, জ্বর, হাসপাতাল

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২৫০ শয্যা হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৮ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আরও ১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও এই হাসপাতালে ৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এ পর্যন্ত কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২৫ জনে দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত ১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার আরটিভি অনলাইনকে জানান, গেল ২৪ ঘণ্টায় ভর্তি হওয়াদের মধ্যে কোনও শিশু নেই। আলাদা দুটি ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। আক্রান্তরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

প্রসঙ্গত, কুষ্টিয়া ছাড়াও আশপাশের জেলার ডেঙ্গু আক্রান্তরা এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া
X
Fresh