• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

  ১৫ আগস্ট ২০১৯, ১৯:২৮
ডেঙ্গু, জ্বর, মৃত্যু

মাদারীপুর সদর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চাকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম মণ্ডল (৩৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি গেল এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত সাতজন ডেঙ্গু রোগী মারা গেলেন।

মাদারীপুর সিভিল সার্জন শফিকুল ইসলাম জানিয়েছেন, মাদারীপুরে এখন পর্যন্ত সাতজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। বাকি পাঁচজন ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
----------------------------------------------------------------

এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তারা হলেন সদর উপজেলার তপন কুমার মণ্ডল, শিবচরের ফারুক খান, রিপন হাওলাদার, হাজী আবদুল মজিদ তস্তার, রাজৈর উপজেলার শারমিন আক্তার, কালকিনি উপজেলার জুলহাস ব্যাপারী ও নাদিরা বেগম।

এছাড়া এখন পর্যন্ত মাদারীপুর সদর হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh