• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ১৫ আগস্ট ২০১৯, ১৭:৪২
সিরাজগঞ্জ, স্ত্রী, হত্যা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী।

গেল সোমবার উপজেলার দুর্গম চর হাটাইলে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আকলিমা খাতুন (২৭)। তিনি বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরের মোকছেদ আলীর মেয়ে। তিনি গার্মেন্টস কর্মী ছিলেন।

ঘটনার পর থেকে ঘাতক স্বামী আব্দুর রহিম পলাতক রয়েছেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে
---------------------------------------------------------------

নিহতের স্বজনরা জানান, গেল ১৪ বছর আগে বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরের মোকছেদ আলীর মেয়ের সঙ্গে একই গ্রামের আব্দুর রহিমের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছরের ছেলে ও আট বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। নানা কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই মধ্যে রহিম আরেকটি বিয়ে করে আকলিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

পরে আকলিমা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ঈদ উপলক্ষে আকলিমা বাবার বাড়ি যান। ঈদের দিন সোমবার বিকেলে আকলিমাকে তার বাবা স্বামীর বাড়িতে রেখে আসেন। এরপর আব্দুর রহিম আকলিমাকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক স্বামী আব্দুর রহিম পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী কারাগারে 
X
Fresh