• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা

নওগাঁ প্রতিনিধি

  ১৫ আগস্ট ২০১৯, ১৫:২৮
বঙ্গবন্ধু, মুজিব, শোক

নানা আয়োজন ও কর্মসূচি মধ্য দিয়ে নওগাঁয় পালিত হলো জাতীয় শোক দিবস।

বৃহস্পতিবার সকাল নয়টায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জাতির জনকের আস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে কর্মসূচি শুরু করা হয়।

এ সময় নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার আস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। এছাড়া নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পি পি এম , নওগাঁ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী বকুলসহ নওগাঁ জেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন। সেইসঙ্গে জাতির পিতার আস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোক মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা , জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোমা মজুমদার সুজালাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
X
Fresh