• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

  ১৪ আগস্ট ২০১৯, ১৫:৩১
মাদারীপুর, ডেঙ্গু, জ্বর

মাদরীপুরের শিবচর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল মজিদ (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ছয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন।

বুধবার সকালে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সোতারপাড় এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান।

স্বজনরা জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন মজিদ। ঈদ উপলক্ষে পরিবারের লোকজন মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রামের বাড়ি নিয়ে আসেন।

পরে বুধবার সকালে তার মৃত্যু হয়। মজিদের মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম। এই নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত মজিদের ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, এক সপ্তাহ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা করিয়ে ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি নিয়ে আসি বাবাকে। আজ সকালে তার মৃত্যু হয়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: গোমতী নদীতে চামড়া ফেললো খুচরা ক্রেতারা
---------------------------------------------------------------

এদিকে মাদারীপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তে রোগীর সংখ্যা। জেলায় এখন পর্যন্ত দুই শতাধিক রোগী এ রোগের চিকিৎসা নিয়েছেন। যাদের অবস্থা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের তরলজাত খাবারের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
X
Fresh