• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২৩ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১৪ আগস্ট ২০১৯, ০৯:৫৭
নৌরুট, মুন্সীগঞ্জ, শিমুলিয়া

বৈরী আবহাওয়ার কারণে ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় বুধবার সকাল সোয়া সাতটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। তবে এ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের উপপরিচালক আলী আজগর আরটিভি অনলাইনকে জানান, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় সকাল সোয়া সাতটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। তবে স্পিডবোট এখনও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ’র জিএম (শিমুলিয়া) নাসির মো. চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় এ রুটে ১৮টি ফেরির মধ্যে এখন ১৩টি ফেরি চলাচল করছে।শিমুলিয়া ঘাটে প্রায় শতাধিক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাফ নদীতে স্পিডবোট ডুবি, ১৯ যাত্রী উদ্ধার
ঈদে বাল্কহেড-স্পিডবোট চলাচল নিয়ে যে সিদ্ধান্ত হলো
পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত তিন ম্যাজিস্ট্রেটসহ ৯ 
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
X
Fresh