logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
|  ১৪ আগস্ট ২০১৯, ০৯:৪৩ | আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১১:৫৮
শিশু, মৃত্যু, মোটরসাইকেল
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

bestelectronics
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ওই  দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সিয়াম হোসেন। সে ঝিনাইদহ পৌর এলাকার মসজিদপাড়ার আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে নানাবাড়ি বাঁশবাড়িয়া গ্রামে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে আসে সিয়াম। দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সিয়ামকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক নাজমুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন 

জেবি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়