• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদ করতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৩ আগস্ট ২০১৯, ২১:২৮
দুই শিশু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঈদ করতে এসে পানিতে ডুবে সামিয়া (৮) ও ইলমা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমড়াকান্দি গ্রামের মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামিয়া ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে ও ইলমা করিম মিয়ার মেয়ে। তারা দুইজন ঢাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ জানান, সামিয়া ও ইলমা ঈদ করতে ডোমড়াকান্দি গ্রামের তাদের দাদা বাড়িতে এসেছিল। মঙ্গলবার দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজনের খোঁজাখুজির ঘণ্টা দেড়েক পর নদীতে গোসল করতে নামা এক ব্যক্তির পায়ের সঙ্গে লাগে একজনের মরদেহ। এরপর নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আমরা দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
ঘণ্টা না পেরোতেই শেষ ১৪ হাজার টিকিট
ঈদ উপলক্ষে দুদিনের টোল ফ্রি ঘোষণা মালয়েশিয়ার
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
X
Fresh