• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শুনে শুনে কোরআন মুখস্থ করলেন দৃষ্টিহীন সাজ্জাতুল

শরীয়তপুর প্রতিনিধি

  ১৩ আগস্ট ২০১৯, ১৮:০৩
দৃষ্টিহীন, কোরআন, মুখস্থ

দৃষ্টিহীন সাজ্জাতুল ইসলাম (১৮) শুনে শুনেই কোরআন মুখস্থ করেছেন। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওয়ালপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মৃত জবেদ আলী মাল ও সায়েদা বেগমের ছোট ছেলে সাজ্জাতুল। সাজ্জাতুলের আরও তিনটি ভাই ও চারটি বোন রয়েছে।

জন্মের পাঁচ বছর পরেই সাজ্জাতুল চোখের দৃষ্টি হারান। দুই চোখে দেখতে না পেলেও মাদরাসার মাওলানার কাছ থেকে শুনে শুনে মুখস্থ করেছেন পবিত্র কোরআন শরীফ।

সাজ্জাতুল ইসলাম জানান, তার বয়স যখন পাঁচ বছর তখন শরীরে হাম ওঠে। হামের কারণে তার দুই চোখের দৃষ্টি চলে যায়। এরপরেও তিনি থেমে থাকেননি। আট বছর বয়সে চাঁদপুর নেছারিয়া আরাবিয়া হাফিজিয়া মাদরাসায় হেফজ খানায় ভর্তি হন তিনি। মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমানের মুখে শুনে শুনে দুই বছরেই কোরআন মুখস্থ করেছেন তিনি। পরে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া কামেল মাদরাসায় মিজান কিতাব শেষ করেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : মাত্র ৪০ দিনে সমগ্র কুরআন মুখস্থ করলো সাদিক নূর
---------------------------------------------------------------------