• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চামড়ার কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে হতাশ ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৩ আগস্ট ২০১৯, ১৫:৪৫
চামড়া, ব্যবসা, দাম

কুরবানি পশুর চামড়ার কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে দিশেহারা ব্রাহ্মণবাড়িয়ার চামড়া ব্যবসায়ীরা।

সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে চামড়া কিনলেও সিন্ডিকেটদের দৌরাত্মের কারণে প্রতিটি চামড়া দুই থেকে তিনশ’ টাকা কম দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, একদিকে বাজার মন্দা অন্যদিকে আকস্মিকভাবে বাজার স্থানান্তর করায় বিপাকে পড়েছেন তারা।

তবে জেলা প্রশাসন জানিয়েছেন, বিপণনের সুবিধার্থেই বাজার স্থানান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ বছর লক্ষাধিক পশু কুরবানি করা হয়েছে। কুরবানিকৃত পশুর চামড়া ক্রয়-বিক্রয়ের জন্য শহরের পশ্চিম পাইকপাড়ার বোর্ডিং মাঠে এবার বসেছে চামড়ার অস্থায়ী বাজার।

প্রতি বছর ঈদের দিন লাভের আশায় ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসে অস্থায়ী বাজারে।

ব্যবসায়ীরা বলছেন, এবার সিন্ডিকেটদের দৌরাত্ম ও আকস্মিকভাবে বাজার স্থানান্তর করায় তারা কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত হয়েছেন। তাদের দাবি অর্ধশত বছর ধরে পুরাতন কাচারির আশপাশে ব্যবসা করে এলেও নতুন এ স্থানটি সম্পর্কে ক্রেতা-বিক্রেতারা অবগত নয়। এছাড়া তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ২২১
---------------------------------------------------------------------

অন্যদিকে বিভিন্ন স্থান থেকে আগত পাইকাররা কৌশলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কম মূল্যে চামড়া হাতিয়ে নিচ্ছেন। এতে লাভের পরিবর্তে লোকসানের পাল্লাই ভারি হচ্ছে তাদের। সেইসঙ্গে নতুনভাবে লোকসানের কারণে তারা দিশেহারা। ক্ষতিগ্রস্ত চামড়া ব্যবসায়ীদের স্বার্থে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমন প্রত্যাশা সকলের।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল থেকে কোরবানির পশু আনতে চায় সরকার
খামারে আগুন, ২ গবাদিপশুর মৃত্যু
১৬০০ টাকার এলাচ বিক্রি ৩১০০ টাকায়!
লেদারের ব্যাগ হাতে ছবি তুলে তোপের মুখে আলিয়া
X
Fresh