• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চামড়া পাচাররোধে হিলি সীমান্তে কড়া নজরদারি

হিলি প্রতিনিধি

  ১৩ আগস্ট ২০১৯, ১৩:৪২
হিলি, চামড়া, পাচার

কুরবানির পশুর চামড়া অবৈধপথে ভারতে পাচাররোধে হিলিসীমান্তসহ আশপাশের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সেইসঙ্গে সীমান্ত এলাকার চামড়া পট্রিগুলোতে যাতে ব্যবসায়ীরা চামড়া মজুদ না করতে পারে সেদিকে নজরদারি রেখেছে পুলিশ।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক আরটিভি অনলাইনকে জানান, কুরবানির ঈদ এলেই এক শ্রেণির চোরাকারবারি অধিক মুনাফার আশায় ভারতে অবৈধভাবে চামড়া পাচারে তৎপর হয়ে ওঠে। সীমান্ত দিয়ে যাতে কোনোভাবে চোরাকারবারিরা ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সদস্যদের বাড়তি সতর্কতায় রাখা হয়েছে।

এদিকে সীমান্ত এলাকাগুলোতে ভারতে পাচারের উদ্দেশে কেউ যাতে কুরবানির পশুর চামরা মজুদ করতে না পারে সেজন্য বিজিবির পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বাড়ানো হয়েছে নজরদারি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh