• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঈদ জামাতে টাকা কম দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

মেহেরপুর প্রতিনিধি

  ১৩ আগস্ট ২০১৯, ১৩:২৯
মৃত্যু, জামাত, টাকা

মেহেরপুরের গাংনী উপজেলায় ঈদ জামাতে টাকা কম দেওয়া নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার সাহারবাটি বাঙাল পাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার ভোরে গুরুতর আহত আলেক হোসেন (৪৪) নামের ওই ব্যক্তিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আলেক হোসেন উপজেলার সাহারবাটি গ্রামের দবির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহারবাটি বাঙাল পাড়ায় ঈদের জামাতে নামাজ আদায় করেন স্থানীয় লোকজন। জামাতের খরচ জোগানোর জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা তোলা হয়। এতে আলেক হোসেনের মামা মুনিরুল ইসলামও ২০ টাকা দেন।

এরপর সোমবার বিকেলে সাহারবাটি গ্রামের একটি চায়ের দোকানে আড্ডায় মেতে উঠেন স্থানীয় লোকজন। এই আড্ডার একপর্যায়ে মনিরুল ইসলামকে কম টাকা দেওয়া নিয়ে অপমান করেন একই পাড়ার রুহুল আমিন। এ নিয়ে মনিরুল ও রুহুল আমিনের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় মনিরুলের ভাগনে আলেক হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেলে পাঠান। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার ভোরে সাভার এলাকায় আলেক হোসেনের মৃত্যু হয়।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু
---------------------------------------------------------------------

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান আলেক হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় রাতেই নিহতের মামা মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আলেক হোসেন মারা যাওয়ায় ওই মামলার সঙ্গে হত্যা মামলার ধারা যোগ হবে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
X
Fresh