logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

ঈদের দিনে মোটরসাইকেল প্রতিযোগিতা, নিহত ২

সড়ক দুর্ঘটনা
খুলনা পাইকগাছায় উপজেলায় ঈদের দিনে মোটরসাইকেল নিয়ে  প্রতিযোগিতা করার সময় আরেক মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও  দুইজন। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাইকগাছার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কয়েকজন বন্ধু মিলে দ্রুত গতিতে মোটরসাইকেলের প্রতিযোগিতা করছিল। মোটরসাইকেল গুলো শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সায়েক নামের একজন ছিটকে পড়ে রাস্তার ওপর। এসময় আহত হন নাহিষ, আকাশ ও শংকর মণ্ডল। পরে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সায়েককে মৃত ঘোষণা করেন। 

আহত অপর তিনজনের মধ্যে দুই জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সময় পথে আকাশ নামে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পাইকগাছা থানার ওসি মো. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

এসএস

RTV Drama
RTVPLUS