• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, তিন গরু বেপারি নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

  ১২ আগস্ট ২০১৯, ১৪:১১
মানিকগঞ্জ

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিন গরু বেপারি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও আহত গরু ব্যবসায়ীরা জানান, ঢাকার গাবতলীতে বেশ কিছু গরু বিক্রির পর ভোর রাতে ১১টি গরু ফেরত নিয়ে ১৮ জন গরু বেপারি একটি ট্রাকে চড়ে গ্রামের বাড়ি কুষ্টিয়া ফিরছিলেন। পথিমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান গরু বেপারী মনোয়ার হোসেন (২৪) ও ওবায়েদ হেসেন ( ৪২)। আর আহত ৭ জনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করার পর মারা যান ইজাহার (৪৫) নামে আরো একজন। অপর ৬ জন জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। হতাহত সকলের বাড়ি কুষ্টিয়ার উজানপুর গ্রামে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ লুৎফর রহমান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে আনার পর আরও একজন মারা যায়। বাকি ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। সবার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
হাজারীবাগ ঝাউতলার বস্তির আগুন নিয়ন্ত্রণে
X
Fresh