• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রিফাতের পরিবারে নেই ঈদের আনন্দ

মনির হোসেন কামাল, বরগুনা

  ১১ আগস্ট ২০১৯, ২০:৩৮
রিফাত শরীফ
রিফাতের পরিবারে নেই ঈদের আনন্দ

‘বাবায় আমারে নিজের হাতে খাওয়াইতো, আমি অসুস্থ হইলে আমার পাশে বইস্যা কত্ত সেবা যত্ন করতো’। আমার আব্বু কুরবানিতে রুটি খাইতো, কলিজা ভুনা খাইতো’ আহারে আমার বাবা, আমার বাবারে হারাইয়া আমি অসহায় হইয়া পড়ছি’। বার বার বিলাপ করতে করতে কান্নায় ভেঙে পড়েন নিহত রিফাতের মা ডেইজী বেগম।

ঈদুল আযহা যখন আনন্দের বার্তা নিয়ে মানুষের দ্বারে কড়া নেড়েছে রিফাতের শোকে নিভৃতে কাঁদছে গোটা বাড়ি। আনন্দের পরিবর্তে যেন চারদিকটায় বিষাদের সূর। যে ছেলেটি খুশিতে মাতিয়ে রাখতেন গোটা বাড়িটাকে, সেই ছেলে আজ নেই।
একমাত্র ছেলের মৃত্যুর পর সেই যে বিছানায় শুয়েছেন মা ডেইজী, আর উঠতেই পারছেন না তিনি। দেড় মাসের বেশি সময় কেটেছে, কিন্তু ছেলে হারানোর শোকটা কিছুতেই কাটাতে পারছেন না তিনি। কুরবানিতে ছেলের বিশেষ পছন্দ ছিল রুটি আর কলিজা ভুনা। রান্না করে নিজের হাতে খাওয়াতেন ছেলেকে। ছেলেও নিজ হাতে খাইয়ে দিতেন মা’কে।

মায়ের কাছে সেসব এখন কেবলই স্মৃতি। কিছুতে মানতে পারছেন না, রিফাত নেই। তিনি বলেন, আমি অপেক্ষায় থাকি, রিফাতের মোটরসাইকেলের শব্দ এই বুঝি কানে ভেসে এলো, মনের অজান্তেই বলে ফেলি, ‘মৌ (নিহত রিফাতের ছোটো বোন), মা; দরজা খোল, রিফাত আসছে’।

তিনি বলেন, ‘আমার ছেলেরে যারা কুপিয়ে মেরেছে, তাদের কেউ যেন রেহাই না পায়, প্রত্যেককে দ্রুত বিচারের আওতায় আনা হোক। ‘আমি আমার ছেলে হত্যার বিচার দেখে মরতে চাই, খুনিদের ফাঁসি চাই’, বলতে বলতে ফের কান্নায় ভেঙে পড়েন তিনি।

রিফাতের বোন ইসরাত জাহান মৌ। তিনি বরগুনা সরকারি কলেজের এ বছর উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী। কলেজের সেই গেট মাড়িয়েই তাঁকে ক্লাসে যেতে হয়, যে গেটের সামনে দেড় মাস আগে তার ভাই রিফাতকে কুপিয়ে জখম করেছিল একদল দুর্বৃত্ত।

মৌ বলেন, প্রত্যেকবার কুরবানির দিন সকালে ভাইয়া আমার হাতের নুডুলস খেয়ে নামাজ পড়তে যেত, সকালে উঠেই বলত, ‘মৌ নুডুলস রান্না কর, আমি রান্না করে দিতাম। নুডুলস খেয়ে নামাজ পড়তে যেত। নামাজ পড়া শেষে বাবা কাকাদের সঙ্গে গরু জবাই করে মাংস নিয়ে ফিরে বলত, ‘মৌ কাবাব বানা, তোর হাতের রান্না করা নুডলস আর কাবাব আমার খুব পছন্দ। আমি জানতাম আমার ভাইয়া আমার হাতের নুডলস আর কাবাব পছন্দ করত। খুব যত্নে বানিয়ে যখন ওর সামনে দিতাম। ভাইয়া নিজের হাতে মা ও আমাকে খাইয়ে দিত। ভাইয়া মারা যাওয়ার পর আমি আম ও নুডলস খাওয়া ছেড়ে দিয়েছি। কারণ, ভাইয়ার এ দুটো খাবার খুব পছন্দ ছিল। ভাইয়ার পছন্দের খাবার আমার সামনে এলে আমি খেতে পারি না। কথাগুলো বলতে বলতে কান্না ভেঙে পড়েন মৌ।

তিনি আরও বলেন, ‘আমরা দুই ভাইবোন আর মা, এই চারজনের সংসারটা ছিল এক টুকরো সুখের ছবি। চোখ মুছতে মুছতে তিনি বলেন, আমার মা অসুস্থ, তবুও প্রতিদিনই ভাইয়ার কবরের পাশে গিয়ে কমপক্ষে তিন-চার ঘণ্টা কান্না করেন। বিছানায় হঠাৎই কখনো ডুকরে, আবার কখনো হাউমাউ করে কেঁদে ওঠেন। তকে কি সান্ত্বনা দেবো? কে সান্ত্বনা দেবে বলুন। সান্ত্বনা শুধু এতটুকুই ’আমার ভাইকে যারা মেরেছে, আমি দ্রুত তাদের গলায় ফাঁসির দড়ি দেখতে চাই’।

রিফাতের বাবা দুলাল শরীফ ছেলে শোকে কিছুটা পাথর হয়েই আছেন। একদিকে ছেলে হারানোর শোক বইছেন নিজে, অপরদিকে রিফাতের মৃত্যুতে শোকে বিহ্বল গোটা পরিবারকেও দেখতে হয় তার। তাই চাইলেও কাঁদতে পারেন না তিনি। তবু চোখের জল কার কথা শোনে!

রিফাতের প্রসঙ্গে জানতে চাইতেই তিনি কেঁদে ওঠেন। বলেন, ঈদে আমার পা ছুঁয়ে সালাম করত রিফাত। আমি ওরে সেলামি দিতাম। ওর সখ ছিল পাঞ্জাবী ও এক জোড়া জুতো, এর বেশী কিছু কখনোই চাইতো না। বাবা ছেলে মিলে একসঙ্গে ঈদের নামাজে যেতাম, ফিরে একসঙ্গে সবাই খেতে বসতাম। ও নেই, আমার তো আসলে অবশিষ্ট কিছুই নেই। কারণ রিফাত ছিল আমার একমাত্র ছেলে। দুচোখের পাতা ভারি হয়ে ওঠে দুলাল শরীফের। দু’ফোঁটা জল চোখের কোন গড়িয়ে মাটিতে পড়ে। কথা বলতে পারেন না তিনি, কণ্ঠ ভারি হয়ে আসে। প্রাণপণ কান্না চাপিয়ে বলেন, ছেলেকে তো আর ফেরত পাবো না, হত্যাকারীদের বিচার দেখতে পারলে কেবল আত্মার শান্তি।

সন্ধ্যা ঘনিয়ে তখন কেবল রাত নেমেছে। বরগুনার বড় লবনগোলা এলাকায় রিফাতের বাড়িতে প্রবেশ পথে ঠিক বাঁ পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে রিফাতের মরদেহ। পরিবারেরই কেউ যত্ন করে আনারসের চারা রোপণ করেছে। চারাগুলো বাড়ছে প্রতিদিন, সতেজ হয়ে উঠছে একটু একটু। আর ঈদকে কেন্দ্র করে নিহত রিফাতের পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া। ফেরার পথেও কানে ভেসে আসে রিফাতের মায়ের আহাজারি, ‘আরে আমার বাবা, আমার বাবায় কই হারাইয়া গ্যালো, তোমরা আমার বাবারে আইন্যা দেও’।

রিফাতের মা জানেন, তাঁর ছেলে কোনোদিনই আর ফিরবে না, কেনোনা, যেখানে সে চলে গেছে, সেখান থেকে কেউ ফেরেনি কোনোদিনই। তবুও তো ‘পড়ানের ব্যথা মরেনা’ক সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে’।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh