• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কালা মানিকের ক্রেতা নেই!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৯, ১৯:৩৭
কালা মানিক
কালা মানিকের ক্রেতা নেই

রাত পোহালেই ঈদ। অথচ চট্টগ্রামের বৃহৎ পশুর হাট সাগরিকা বাজারের সবচেয়ে বড় গরু কালা মানিক এখনো বিক্রি হয়নি।

বোয়ালখালী থেকে গরুটি নিয়ে এসেছেন সালাউদ্দিন নামের এক ফার্মের মালিক। তিনি আরটিভি অনলাইনকে বলেন, ‘বাজারে আনার শুরুতে ক্রেতারা পাঁচ-ছয় লাখ টাকা দাম হাঁকা হলেও ঈদের আগেরদিন (রোববার) শেষ মুহূর্তে গরুটির দাম তিন লাখ টাকাও বলছে না কেউ। শেষ দিনে একজন মাত্র ক্রেতা গরুটির দাম বলেছেন দুই লাখ ৫০ হাজার টাকা। গরুর কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ব্যাপারীরা।

সালাউদ্দিন আরও বলেন , ‘নিজের ফার্মে মোটাতাজা করা ২৫টি গরু নিয়ে হাটে এসেছিলাম। মাত্র ১০টি বিক্রি করেছি। শেষদিনে বাজারে ক্রেতাও কম, দামও কম বলছে।’

পাশেই কথা হয় গরু ব্যাপারী হামিদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, এবার ঈদের জন্য ৪৫টি গরু হাটে তুলেছিলাম। এর মধ্যে ২১টি বিক্রি করতে পেরেছি। প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। এখন বড় গরুর কোনও ক্রেতা নেই। তবে প্রথমদিকে গরু গুলো ভালো দামে বিক্রি করেছেন বলে জানিয়েছেন এ ব্যাপারী।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
---------------------------------------------------------------------

বাজারে আসা আবুল হারিছ নামের এক গরু ব্যবসায়ী বলেন, ৩০ থেকে ৭০ হাজার টাকা গুরুর চাহিদা ছিল বেশি। এগুলো মোটামোটি বিক্রি হয়েছে। তবে বড় গরু নিয়ে বিপদে পড়েছি। এবার মনে হয় লস গুনতে হবে।

বাজারে যাওয়া ক্রেতা তারেক মাহমুদ আরটিভি অনলাইনকে বলেন, বাজার শুরুর প্রথমদিকে গরুর দাম বেশি ছিল। কিন্তু আজকে বাজারে এসে মনে হয়েছে অন্যদিনের চেয়ে আজকে দাম কিছুটা কম।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল ভিসায় এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক
রোজায় বিনা পয়সায় যে হোটেল সেহরি-ইফতার করায়
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
X
Fresh