• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৯, ১৮:৩০
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক ।। ছবি: সংগৃহীত

অবশেষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ রোববার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার পর যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে টানা তিন দিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত যানজটের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

এদিকে আজ তীব্র যানজট থাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেন যাত্রীরা। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত কয়েকবার টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। এছাড়া সেতুর ওপরে পুরনো কয়েকটি গাড়ি বিকল হওয়ায় সেসব গাড়ি সরিয়ে নিতে সময় লাগে। এতেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের ট্র্যাফিক ইন্সপেক্টর এশরাজ জানান, বিকেল থেকে এ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবুও সাত শতাধিক পুলিশ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh