• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ১১ আগস্ট ২০১৯, ১৭:৫০
ডেঙ্গু রোগী
পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পটুয়াখালীতে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ২১ জুলাই থেকে ১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত মোট ১৬৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন ৭৯ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৩৭ জন।

পটুয়াখালীর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩১ জন এবং অন্যান্য উপজেলা হাসপাতালগুলোতে রয়েছে ৬ জন। এছাড়া নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৪৯ জন।

এ ব্যাপারে আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইদুজ্জামান জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসা লোকজনের কারণে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে, কি কমবে তা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যেমন শনিবার রোগী কম ছিল, কিন্তু আজ আবার রোগীর সংখ্যা বেড়ে গেছে। তবে, আরও ২/১ দিন গেলে পর বোঝা যাবে পরিস্থিতি কি হয়। ডেঙ্গু রোগের চিকিৎসায় ওষুধসহ অন্যান্য উপকরণের ঘাটতি নেই এবং রোগীদের যথাযথভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোজাহেদুল ইসলাম জানান, কুরবানির ঈদের ছুটিতে যে ভীতি ছিল, মূলত সেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়েনি। আশা করি ব্যাপক হারে বাড়বেও না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
X
Fresh