• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহ ও নোয়াখালীতে আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৯, ১৬:৫২
ডেঙ্গু রোগীর মৃত্যু
ময়মনসিংহ ও নোয়াখালীতে আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

ময়মনসিংহ ও নোয়াখালীতে আরও দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম ফরহাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এর আগে তিনি গতকাল শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

ফরহাদ কিশোরগঞ্জ জেলার ইটনা ডিগ্রি কলেজের ছাত্র।

এদিকে ঈদ উপলক্ষে ঢাকা থেকে ময়মনসিংহে আসা ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৭১ জন ভর্তি হয়েছেন। আজ সকাল নাগাদ চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২০১ জন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এ বি মো. শামসুজ্জামান জানান, গত ২১ জুলাই থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯ জন। প্রতিদিনই ডেঙ্গু রোগ শনাক্ত করতে নানা বয়সের মানুষ হাসপাতালে ভিড় করছেন বলেও জানান তিনি।

অন্যদিকে নোয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে আমির হোসেন নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন।

আমির আলি লক্ষীপুর সদর উপজেলার শ্যামাপুর গ্রামের মৃত্যু আতাউর আলীর ছেলে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ডেঙ্গু নিয়ে রাজনীতি করার কিছু নেই: হানিফ
---------------------------------------------------------------------

হাসপাতাল সূত্র জানায়, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন আমির। গত শনিবার জ্বর নিয়েই ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হন তিনি। পথে তার অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে হাসপাতালে নেয়া হয়। পরে আজ ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh