• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় আরো ১৫ ডেঙ্গু রোগী ভর্তি

কুষ্টিয়া প্রতিনিধি

  ১১ আগস্ট ২০১৯, ১৪:৩০
ডেঙ্গু

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪৩ জনে দাঁড়িয়েছে। ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত নতুন এই ১৫ জন রোগী ভর্তি হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখন এই হাসপাতালে শিশুসহ মোট ৪৮জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা। তবে ডাক্তার বলছেন, আক্রান্তরা সবাই আশঙ্কামুক্ত। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের পেয়িং ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা ও ডেঙ্গু সেল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, কুষ্টিয়া ছাড়াও এর আশপাশ জেলার ডেঙ্গু আক্রান্তরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত ৭ জুলাই প্রথম একজন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভাই-বোনসহ ৩ শিশুর ডুবে মৃত্যু
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় এজেন্ট ব্যাংকে গ্রিল কেটে চুরির ঘটনা খতিয়ে দেখছে পুলিশ
X
Fresh