• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ১০ আগস্ট ২০১৯, ২৩:০৪
নিহত, দুই

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার বিকেল উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্যপাড়া দারুল উলুম মাদরাসা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার রওশন আলী (৪৮) ও তুহিন মিয়া (২৮)।

ফরিদপুরের নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু ও স্থানীয় যুবলীগ নেতা হানিফ হৃদয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

২০১৭ সালে হানিফ হৃদয়ের সমর্থক মহিদুলকে ঠান্ডুর সমর্থকরা হত্যা করে। এই মামলায় ঠান্ডু এবং তার সমর্থকদেরকে মামলায় আসামি করা হয়।

কেন্দ্রীয় যুবলীগ নেতা হানিফ হৃদয় শনিবার বাড়ি যাওয়ার পথে কাইচাইল ইউনিয়নের মধ্যপাড়া দারুল উলুম মাদরাসা এলাকায় ঠান্ডুর সমর্থকদের সঙ্গে কুরবানির মাংস ভাগ-বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় হানিফ তার কাছে থাকা শর্টগান দিয়ে গুলি করলে সাত থেকে আটজন আহত হন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রওশন আলী ও তুহিন মিয়া মারা যান। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
X
Fresh