logo
  • ঢাকা শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ৩ কার্তিক ১৪২৬

ঠাকুরগাঁওয়ে কলেজ শিক্ষকের যৌন কেলেঙ্কারি নিয়ে তোলপাড়

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
|  ১০ আগস্ট ২০১৯, ১৮:০২ | আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৯:৫৩
যৌন, কেলেঙ্কারি, পীরগঞ্জ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সরকারি কলেজের এক সহযোগী অধ্যাপকের যৌন কেলেঙ্কারির গোপন রহস্য ফাঁস হয়েছে।

এক ছাত্রী ও নারীর সঙ্গে ওই শিক্ষকের যৌনাচারের ভিডিও এবং ছবি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

জানা যায়, পীরগঞ্জ সরকারি কলেজের একজন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পরীক্ষায় ভালো নম্বর ও নানা প্রলোভন দেখিয়ে কলেজের সুন্দরী ছাত্রীদের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। সেই শিক্ষক তার বন্ধুর একটি শিশু পার্কের খাস কামরায় নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হন। সেইসঙ্গে ভিডিও করে ছাত্রীদের ব্ল্যাকমেইল করেন।

সম্মান ও পরীক্ষার নম্বরের কথা চিন্তা করে কোনও ছাত্রীই এর প্রতিবাদ করার সাহস পান না।

বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা হলেও ওই কলেজ শিক্ষক স্থানীয় হওয়ায় কেউ মুখ খোলেননি। প্রতিবাদের বদলে কেউ কেউ আবার তার ওই কাজের সহযোগী হয়েছেন।সুবিধাও নিয়েছেন। সম্প্রতি এক কলেজছাত্রীর সঙ্গে ওই শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হয়ে যায় তার যৌন কেলেঙ্কারির ঘটনা।

এ বিষয়ে সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক বদরুল হুদা আরটিভি অনলাইনকে বলেন, বিষয়টি তিনিও শুনেছেন। কলেজে কেউ অভিযোগ করেনি। মুখে মুখে কথার কোনও ভিত্তি নেই।আগে কেউ অভিযোগ করুক, তারপর তদন্ত করে দেখা হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ আরটিভি অনলাইনকে বলেন, এ বিষয়ে থানায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়