• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শেবাচিমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুর মৃত্যু

বরিশার প্রতিনিধি

  ১০ আগস্ট ২০১৯, ১৬:৪৯
শিশু, মৃত্যু,ডেঙ্গু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে আরটিভি অনলাইনকে বিষয়টি জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

নিহত শিশুর নাম রুশা (১০)। সে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জীবনদাশকাঠি এলাকার রুহুল আমিনের মেয়ে।

তবে রুশার পরিবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। সেখানে রুশা লালমাটিয়ার ওয়াইডব্লিউসিএ স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তো।

ডা. বাকির হোসেন জানান, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় শুক্রবার রাত আটটার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাতেই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, রুশা ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল। সেখানে চিকিৎসা করিয়ে গ্রামের বাড়িতে নিয়ে আসে তার পরিবার। বাড়িতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেডিকেলে নিয়ে আসা হয়।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
X
Fresh