• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১৪ নতুন ডেঙ্গু রোগী

কুষ্টিয়া প্রতিনিধি

  ১০ আগস্ট ২০১৯, ১৪:৪৯
ডেঙ্গু রোগী
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১৪ নতুন ডেঙ্গু রোগী

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়িয়েছে। ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় শিশুসহ আরও ১৪ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত নতুন এই ১৪ জন রোগী ভর্তি হয়। গেল ২৮ ঘণ্টায় ছয়জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন এই হাসপাতালে পাঁচ শিশুসহ মোট ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা। তবে ডাক্তার বলছেন, আক্রান্তরা সবাই আশঙ্কামুক্ত। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি। তবে ঈদের পরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, সেই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের পেয়িং ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা ও ডেঙ্গু সেল গঠন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh