• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

থানা হাজতে ধর্ষণের অভিযোগ: ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি

  ১০ আগস্ট ২০১৯, ১২:২৬
পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা
ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

খুলনা জিআরপি (রেলওয়ে) থানার ওসি উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশি হেফাজতে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

আদালতের নির্দেশে শুক্রবার জিআরপি থানায় মামলাটি দায়ের করা হয়। ভিকটিম নিজে বাদী হয়ে ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন।

রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ জানান, ওই নারী মামলায় ওসি উছমান গণি, ওই রাতের রাতের ডিউটি অফিসারসহ অজ্ঞাত তিন পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেছেন।

তিনি আরও বলেন, খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ‘হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন ২০১৩’ অনুসারে মামলাটি রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, গেল ২ আগস্ট রাতে এক নারীকে জিআরপি থানায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে ওই নারী আদালতে অভিযোগ করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রোডাকশন ম্যানেজার
মান বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন রাজনৈতিক কর্মী
ধর্ষণ মামলা : আ.লীগ থেকে বড় মনিরকে অব্যাহতি
X
Fresh