• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দাম বেশি তাই পটুয়াখালীর পশুরহাটে বিক্রি কম

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ০৯ আগস্ট ২০১৯, ১৯:৩৩
কুরবানি

আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পটুয়াখালীর পশুর হাটগুলো জমে উঠলেও দাম বেশি হওয়ায় বেচাকেনা খুবই কম হচ্ছে। এসব পশুর হাটগুলোতে উত্তরাঞ্চল থেকে বেশকিছু গরু এলেও ভারতীয় কোনো গরু এখন পর্যন্ত দেখা যায়নি।

বাজারে আসা গরুর বেশিরভাগই স্থানীয় খামারিদের। তাই ভালো দাম পাওয়ার আশায় রয়েছেন বিক্রেতারা। আর হাতে কিছুটা সময় থাকায় খানিকটা দাম কমার প্রত্যাশায় রয়েছেন ক্রেতারা। তবে, পটুয়াখালীর প্রতিটি পশুরহাটে নির্বিঘ্নে বিক্রেতারা প্রকৃত মূল্যে পশু বিক্রি এবং ক্রেতারা তাদের সাধ্যমতো পশু কিনে সুষ্ঠুভাবে কুরবানি দিতে পারবেন এমনটাই প্রত্যাশা সকলের।

আর মাত্র দুইদিন পরই ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। কুরবানির ঈদে পশু ক্রয়ের জন্য এ বছর পটুয়াখালীতে পৌর এলাকার ৪টিসহ জেলার বিভিন্ন স্থানে ১১০টি পশুরহাট বসছে। এসব পশুরহাটে প্রচুর গবাদিপশু আমদানি করা হয়েছে। এর বেশির ভাগই স্থানীয় খামারিদের। সেই সঙ্গে উত্তরাঞ্চলের গরুও নিয়ে এসেছেন ব্যাপারিরা। প্রতিটি হাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকলেও হাতে কিছুটা সময় থাকায় ক্রেতারা কুরবানির পশু কেনার চেয়ে দেখা ও বাজার যাচাই নিয়েই বেশি ব্যস্ত। এসব পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। গো-খাদ্যের দাম বৃদ্ধিতে লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম তুলনামূলক অনেক বেড়ে গেছে। তবে হাটে ভারতীয় গরু না আসায় অন্যান্য বছরগুলোর তুলনায় এ বছর কিছুটা দাম পাবেন বলে আশা বিক্রেতাদের।

---------------------------------------------------------------
আরো পড়ুন: উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ শুরু
---------------------------------------------------------------

গরু বিক্রেতা মো. কবির হোসেন বলেন, ‘আমি হাটে ১০টি গরু এনেছি এবং তার মধ্যে মাত্র তিনটি গরু বিক্রি করতে পেরেছি। হাটে ক্রেতা আছে অনেক কিন্তু এ বছর দাম একটু বেশি হওয়ায় ক্রেতারা বাজার যাচাই-বাছাই নিয়েই ব্যস্ত। তবে, আশা করি শেষ দুইদিন শনি ও রোববার ভালো বেচাকেনা হবে।’

আরেক গরু বিক্রেতা মো. সুলতান আহমেদ প্যাদা বলেন, ‘১৩টি গরু হাটে এনেছি, এর মধ্যে একটাও বিক্রি করতে পারিনি। যে দাম দিয়ে কিনেছি তার চেয়ে ৪-৫ হাজার কম বলে। বাংলাদেশে যে গরু আছে তাই অবিক্রিত থেকে যাবে। তাই এখন আর ভারতীয় গরু লাগে না। সে জন্য এবার ভারতীয় গরু আসেনি।’

চাকরিজীবী ক্রেতা প্রফেসর মেজবাহউদ্দিন সাগর বলেন, ‘হাটে প্রচুর গরু আছে। কিন্তু গত বছরের চেয়ে এ বছর দাম অনেক বেশি। এক লাখ টাকার নিচে ভালো গরু পাওয়া যাচ্ছে না। ঈদের আরও দুইদিন বাকি আছে। তখন দাম কমতে পারে সেই আশায় আছি।’

আইনজীবী ক্রেতা অ্যাডভোকেট মো. হারুন আর রশিদ বলেন, ‘হাটে গরু অনেক, কিন্তু বিক্রেতারা দাম বেশি চাওয়ায় আমরা ক্রেতারা গরু কিনতে পারছি না। সবাই বাজার যাচাই করে দেখছেন।’

হাট ইজারাদার মো. নুরুল আমিন ওরফে লিটন গাজী বলেন, ‘বাজার এখনও জমে ওঠেনি। আশা করি শনি ও রোববার দুইদিন ভালো বেচাকেনা হবে। হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। এখানে ক্রেতাদের কাছ থেকে খুব কম খাজনা নেওয়া হয়। এমনকি সরকারের নির্ধারিত টাকার চেয়েও আমরা কম খাজনা নেই ক্রেতাদের কাছ থেকে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, জেলার সকল পশুরহাটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া গরুর হাটে বা মহাসড়কে কোনো চাঁজাবাজির ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
জলকেলির মধ্য দিয়ে কুয়াকাটায় সাংগ্রাইন উৎসব শুরু
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
X
Fresh