• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

  ০৮ আগস্ট ২০১৯, ১৬:২২
ডেঙ্গু, জ্বর, মৃত্যু, যুবক

টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত যুবকের নাম আরিফ হোসেন কাজল (২৮)। তিনি উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম মিয়ার ছেলে।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, গেল রোববার প্রচণ্ড জ্বর অনুভব করলে আরিফকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হলে তাকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হতে থাকে। এই অবস্থায় তার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। কিন্তু রক্তের ব্যবস্থা করার পূর্বেই আরিফের মৃত্যু হয়।

তিনি আরও জানান, কুমুদিনী হাসপাতালে এ পর্যন্ত শতাধিক ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন।


আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
X
Fresh