• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যমুনা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ এখনও ৩ (ভিডিও)

জামালপুর প্রতিনিধি

  ০৮ আগস্ট ২০১৯, ১৪:৪৮

জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনা নদীতে ডুবে যাওয়া নৌকার ছয় যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূরের প্রজাপতির চর থেকে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন।

এর আগে গতকাল বুধবার রাত নয়টার দিকে চিনেরচর এলাকার যমুনা নদীতে নৌকাটি ডুবে যায়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুর উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে গতকাল রাত একটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করার পর ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূরের প্রজাপতির চর থেকে ছয়জনকে উদ্ধার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন তিনজন

দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফের চাল নিয়ে ওই নৌকায় ফিরছিল লোকজন। নৌকায় অন্তত ২৮ জন যাত্রী ছিলেন। পথে চিনেরচর এলাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ১৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। দুটি বড় নৌকা নিয়ে যমুনার মাঝপথ, দুর্ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান জানিয়েছেন নিখোঁজরা সবাই চর হলকা হাওড়াবাড়ী এলাকার বাসিন্দা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পুণ্যার্থীদের ঢল
X
Fresh