• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

  ০৬ আগস্ট ২০১৯, ১৩:২৯
ডেঙ্গু, যুবক, মৃত্যু

দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত যুবকের নাম রবিউল ইসলাম। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিউল ইসলাম রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গেল ৩০ জুলাই এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পরিচালক ডা. আবু মো. খয়রুল কবীর আরটিভি অনলাইনকে জানান, রবিউলের অবস্থা প্রথম থেকেই খারাপ ছিল। যে কারণে সঠিক চিকিৎসা দেওয়ার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১৩ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ৬৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট, যুবককে পিটুনি
X
Fresh