• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মিয়ানমার থেকে আসছে ট্রলার বোঝাই গরু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

  ০৬ আগস্ট ২০১৯, ০২:০৯
মিয়ানমার
ঈদুল আজহা সামনে রেখে সমুদ্রপথে মিয়ানমার থেকে ট্রলার বোঝাই পশু আসতে শুরু করেছে।

ঈদুল আজহা সামনে রেখে সমুদ্রপথে মিয়ানমার থেকে ট্রলার বোঝাই পশু আসতে শুরু করেছে। ১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত আমদানি হয়েছে ১২ হাজার সাতশ' ১৭টি পশু। আদায় করা হয়েছে প্রায় সাড়ে ৬৩ লাখ টাকার রাজস্ব।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সাগরপথে টেকনাফ ক্যাটল করিডোর হয়ে আসছে মিয়ানমারের পশু। নাফ নদী দিয়ে গরু-মহিষ বোঝাই ট্রলার একের পর এক ভিড়ছে শাহপরীরদ্বীপ জেটিতে। একেকটি ছোট বড় ট্রলারে আমদানি হচ্ছে ৫০ থেকে দুশ'টি পশু।

সীমান্ত এলাকার বিশেষ করে টেকনাফের উখিয়ার মানুষের একমাত্র ভরসা হচ্ছেই মিয়ানমারের এসব পশু। অন্যথায় উত্তরাঞ্চল থেকে পশু এনে কুরবানি করা সীমান্তবাসীর জন্য কঠিন। এসব পশু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

টেকনাফে আড়াই লাখ মানুষের মাঝে সাড়ে ছয় হাজারের মতো কোরবানির পশুর চাহিদা রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে পশু আমদানি নির্বিঘ্ন করতে বিজিবি সহায়তা দিচ্ছে।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান আরটিভিকে বলেন, ২০০৩ সাল থেকে গরু আসছে। সরকারি নিয়মনীতি মেনে যে সহযোগিতা করা যায় আমরা সকল ধরণের সহযোগিতা করছি।

এবার মায়ানমার থেকে বেশি পশু আমদানি হওয়ায় কোরবানির পশুর সংকট হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফ সীমান্তে ফের মর্টারশেলের বিকট শব্দ, আতঙ্কে স্থানীয়রা
হঠাৎ ২১ মর্টার শেল বিস্ফোরণ, কাঁপল টেকনাফ
বাংলাদেশে পালিয়ে এলেন ১৭৯ বিজিপি, দেখতে গিয়ে গুলিবিদ্ধ মেম্বার
ফের বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী
X
Fresh