• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্ত্র বিক্রির সময় নারী আটক

বেনাপোল সংবাদদাতা

  ০৫ আগস্ট ২০১৯, ২৩:২৩
আটক, নারী, পিস্তল

অস্ত্র বিক্রি করার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক নারীর নাম মোছা. রেহেনা বেগম (৩৮)। তিনি ওই গ্রামের কামরুলের স্ত্রী।

এ সময় পুলিশ একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসেডিল উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রেহেনা বেগম নিজ বাড়িতে অস্ত্র বিক্রি করছে এমন খবর পায় পুলিশ। পরে রেহেনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসেডিলসহ তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের মূল মালিক রেহেনার স্বামী কামরুল কৌশলে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম আব্দুল লতিফ আটকের বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, আটক আসামির নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh