• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যাদের কারণে দুধে ক্ষতিকর উপাদান, তাদের শাস্তি চান খামারিরা (ভিডিও)

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৩ আগস্ট ২০১৯, ২১:৩১

নামকরা দুধ বিপণন কোম্পানি মিল্কভিটা, আড়ং, প্রাণ, ফার্মফ্রেশসহ বিভিন্ন কোম্পানি সিরাজগঞ্জ থেকে দুধ সংগ্রহ করে। নামিদামি এসব কোম্পানির দুধে পাওয়া গেছে সিসা, এন্টিবায়োটিকসহ নানা ক্ষতিকর পদার্থ। খামারিরা এখনও বুঝতে পারছে না কিভাবে তাদের উৎপাদিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান মিশে যাচ্ছে।

দেশের মিল্কসিটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জ। জেলার শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের দানকরা শতশত একরের জমিতে চাষ হওয়া ঘাসের উপর নির্ভর অনেক গবাদি পশুর খামার।

বর্তমানে সিরাজগঞ্জের ১০ লাখের বেশি গাভী দিনে প্রায় সাড়ে সাত লাখ মেট্রিকটন দুধ পাওয়া যায়। তবে সম্প্রতি এখানকার খামার থেকে মিল্কভিটা, প্রাণসহ ১৪টি কোম্পানি দুধে পাওয়া যায় মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান।

গেল ২৮ জুলাই হাইকোর্ট ১৪টি কোম্পানির দুধ বিক্রি নিষিদ্ধ করে। এতে বিপাকে পড়ে হাজার হাজার দুগ্ধ খামারি। কিন্তু এখানকার খামারিরা এখনো জানে না কিভাবে তাদের উৎপাদিত দুধে ক্ষতিকর উপাদান মিলছে। এর জন্য পশু চিকিৎসক এবং খাবার ব্যবসায়ীরা জড়িত বলে মনে করেন খামারিরা।