• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে মশক নিধন অভিযান শুরু

হিলি প্রতিনিধি

  ০১ আগস্ট ২০১৯, ১৭:৪৮
মশক, নিধন, মেয়র

সারা দেশে উদ্বেগজনকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় দিনাজপুরের হিলিতে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে এ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম। এ সময় তারা উপজেলা পরিষদ চত্বরের কোয়ার্টারগুলোতে ফগ মেশিন দিয়ে ওষুধ স্প্রে করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, সারা দেশে উদ্বেগজনকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এ কারণে ডেঙ্গু মোকাবেলায় এ মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: মমেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি ১৬৮ জন
---------------------------------------------------------------

তিনি আরও জানান, পৌর শহরের বিভিন্ন স্থানে ফগ মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়াও যেসব স্থানে পানি জমে আছে সেখানে স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল এলাকায় ওষুধ ছিটানো হবে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শুরু
বিশ্বের সর্ববৃহৎ আলপনার উদ্বোধন
ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচঢালাই!
X
Fresh