• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরাজগঞ্জে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০১ আগস্ট ২০১৯, ১৩:০০
ডেঙ্গু, জ্বর, রোগী

সিরাজগঞ্জে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ১১ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।

সব মিলিয়ে জেলায় এ পর্যন্ত ৫৫ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

জানা যায়, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গেল কয় দিনে ২৬ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সাতজন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে আভিসিনা হাসপাতালে তিনজন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে এই হাসপাতালে দুইজন রোগী ভর্তি আছেন।