• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৬ শ্রমিকের মৃত্যু, পাঁচজনের পরিচয় পাওয়া গেছে

জয়পুরহাট প্রতিনিধি

  ৩১ জুলাই ২০১৯, ১৩:১৩
মৃত্যু, ট্যাংক, শ্রমিক
এই সেপটিক ট্যাংকে নেমেই নিহত হন ৬ শ্রমিক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর গ্রামের হিন্দুপাড়ায় টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- জাফরপুর গ্রামের প্রীতম চন্দ্র, ভুট্টো চন্দ্র, পার্শ্ববর্তী গণিপুর গ্রামের শাহীন হোসেন, সজল ও মুকুল।

বুধবার সকাল ১০টার দিকে জাফরপুর গ্রামের নিখিল কুমারের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কিরণ কুমার রায় আরটিভি অনলাইনকে জানান, জাফরপুর গ্রামের হিন্দুপাড়ার নিখিল কুমারের বাড়ির একটি দীর্ঘদিনের পুরোনো টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। অসুস্থ তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা।

ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংক থেকে তাদের উদ্ধার করেছে।

আরও পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
X
Fresh