• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে গেল ২৪ ঘণ্টায় ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ৩১ জুলাই ২০১৯, ১২:২৫
ডেঙ্গু, জ্বর, আক্রান্ত

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে।

সব মিলিয়ে জেলায় এ পর্যন্ত ৪৪ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গেল কয়দিনে ২৬ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়। গত ২৪ ঘণ্টায় আরও আটজন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে ছয়জন রোগী ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে আভিসিনা হাসপাতালে একজন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।এসব রোগীরা মূলত ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

তবে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, এখানে যেসব রোগী ভর্তি আছেন তারা সংকটাপন্ন নন।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া
X
Fresh