• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি

  ৩১ জুলাই ২০১৯, ১০:৫১
মৃত্যু, বন্দুকযুদ্ধ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার ভোরে মেরিন ড্রাইভ সড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইব্রাহীম (৩০)। তিনি হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার সৈয়দ আলীর ছেলে।

ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

সেইসঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, সোমবার দিনগত রাত দেড়টার দিকে বিজিবির একটি দল মেরিন ড্রাইভ খুরের মুখে টহল দিচ্ছিল। এ সময় কক্সবাজারগামী একটি অনটেস্ট সিএনজিকে আসতে দেখে থামানোর সংকেত দেওয়া হয়।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৬ শ্রমিকের মৃত্যু
---------------------------------------------------------------------

সিএনজিটি সংকেত উপেক্ষা করে চলে যায়। তাৎক্ষণিক বিজিবির এ দলটি দুই কিলোমিটার উত্তরের অপর চেকপোস্টে খবর দেয়। পরে সিএনজিটি চেকপোস্টে পৌঁছামাত্র রাস্তা ব্লক করে দেওয়া হয়। এ সময় সিএনজি থেকে মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। মারা যাওয়ার আগে মোহাম্মদ ইব্রাহীম বিজিবিকে জানান, মো. নুর হোসেন, মো. আব্দুল কাশেম ও মো. তাহের নামের তিন যুবক অটোরিকশাটিতে তার সঙ্গে ছিল।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আরও জানান, আহত দুই বিজিবি সদস্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh